বেহালা ১১ পল্লী শারদোৎসব সমিতি
“থিম নয় বাস্তব”
ইতিমধ্যেই আনলক পর্ব শুরু হয়েছে। তবে আমাদের স্বাভাবিক জনজীবন এখনও থমকেই। এখনো মেটেনি হতভাগ্য মানুষদের দুঃখ-দুর্দশা।
চারিদিকে মানুষের কষ্ট, অর্থাভাব, দু’মুঠো অন্নের জন্য হাহাকার এবং সর্বোপরি মৃত্যুর খবরে বিচলিত সামাজিক এই পরিস্থিতিতে এবারের দুর্গা পুজো দায়বদ্ধতার। গত মার্চ মাস থেকে গৃহবন্দি অবস্থায় ছিলাম আমরা সকলে। সেইসময় প্রতিনিয়ত সংবাদপত্র, সোশ্যাল মিডিয়ায় আসতে থাকা মানুষের যন্ত্রণার ছবি আমাদের মত নিরাপদে থাকা অনেক মানুষেরই রাতের ঘুম কেড়ে নেয়। জাঁকজমকপূর্ণ পুজোর ভাবনা তখন হারিয়ে যায়। বন্দিদশায় শিল্পীর ক্যানভাসে তখন উঠে আসে জনজীবনের এই হাহাকার।সেই সমস্ত শিল্পকর্মই রূপ দিচ্ছে এবারে বেহালা ১১ পল্লীর পুজো মণ্ডপের। আমাদের থিমের নাম “থিম নয় বাস্তব”।এর মাধ্যমে আমরা সমাজের কাছে এক জরুরি এবং মানবিক বার্তা পৌঁছে দিতে চলেছি। খিদের জ্বালা যে বড় জালা !! আমাদের করুণাময়ী মা যেন সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটায় ,অর্থাভাবে অনাহারে থাকা মানুষগুলোর দুমুঠো অন্নসংস্থান হয়।