সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল ১৫.৩৫ শতাংশ
আজ বাংলার ৩ জেলায় ৭টি লোকসভা কেন্দ্রে পঞ্চম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় বাংলায় ভোটদানের হার কত? জানাল নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে খবর, বেলা ৯ টা পর্যন্ত রাজ্যের সাতটি আসনের মোট ভোটের হার ১৫.৩৫ শতাংশ। এর মধ্যে এগিয়ে রয়েছে উলুবেড়িয়া। এই কেন্দ্রে ১৭.২৫ শতাংশ ভোটদান। দ্বিতীয় স্থানে আরামবাগ, ১৬.৩৮ শতাংশ। হাওড়ায় ১৫.২০ শতাংশ, বনগাঁয় ১৫.১৯ শতাংশ, বারাকপুরে ১৫.০৮ শতাংশ, শ্রীরামপুরে ১৪.৪৩ শতাংশ, হুগলিতে ১৪.০১ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।
পাশাপাশি সকাল ন’টা পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৪৭১টি অভিযোগ জমা পড়েছে। সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জমা পড়েছে ৭২টি। যার মধ্যে তৃণমূল কংগ্রেস ৩০টি, সিপিএম ২৫টি ও বিজেপি ২২টি অভিযোগ জানিয়েছে। এছাড়া এনজিআরএস ও সি-ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জমা পড়েছে যথাক্রমে ৩০০টি ও ৯৯টি।