বেলঘরিয়া বাণীমন্দির
এবারের ভাবনা : ঘরে- বাইরে
এই একুশ শতকে আমরা নতুন করে এক গৃহবন্দি পৃথিবীকে দেখলাম যে পৃথিবীতে গোটা জনজীবন স্তব্ধ অচল হয়ে ঘরের মধ্যে ‘চুপচাপ’ কাটিয়ে দিল দীর্ঘদিন, পৃথিবীর ইতিহাসে এহেন ‘গৃহবন্দি’ অবস্থা বিরল। এসময় যেন ‘ঘর’ আর ‘ঘরের বাইরে’ এই দুটো অনুভব আরো বেশী প্রকট হয়েছে। কপাট খুলেই আমাদের খোলা আকাশের অনুভব নিতে হচ্ছে, যেমন দরজার এ পারে ঘর আর ওপারে গোটা দুনিয়া, যে ঘরটায় বসে চিরকাল অপেক্ষায় থাকে রাজার চিংড়ি আসার, এই “ঘরে- বাইরের” গল্প দেখবো এবছরের বেলঘরিয়া বাণী মন্দিরের শারদোৎসব, শিল্পী প্রদীপ দাসের সৃজনে।