বেলঘরিয়া মানসবাগ সর্বজনীন দুর্গোৎসব
বেলঘরিয়া মানসবাগ সর্বজনীন দুর্গোৎসব এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভ শারদীয়া। এই বছর টা অন্যান্য বছরের মতন সাভাবিক নয় কোরোনা পরিস্থিতির কারণে।
তাই আমরা এই পরিস্থিতি কে মাথায় রেখে পুজোর কটা দিনে যাতে আমাদের অঞ্চলে নতুন ভাবে কোনো সংক্রমণ না ছড়ায় সেইদিকে বিশেষ ভাবে নজর দিয়েছি। আমাদের মণ্ডপে থাকছে স্যানিটাইজিং এর ব্যাবস্থা, মাস্ক এর ব্যাবস্থা, থার্মাল গান, দুরত্ব বজায় রাখার জন্যে স্থান নির্দিষ্ট করন, অক্সিজেন এর ব্যবস্থা, মেডিক্যাল ক্যাম্প, ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা।
আমাদের এই বছরের থিম হল ধরার মাঝে সরা। শিল্পী সনাতন দিন্দার ভাবনায় শিল্পী তাপসী এবং সন্দীপ সমগ্র মণ্ডপ এর রূপ দান করেছে, মাতৃ প্রতিমার রূপ দান করেছেন সনাতন দিন্দা। আমাদের এই বছরের থিম এর মূল বিষয় ভাবনা হল শুদ্ধ ভাবে বাংলার যে গ্রামীণ শিল্প সেই বিষয় কেই তুলে ধরা হয়েছে। মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে মাটি, সরা, পট, গামছা, কলসি, পোরা মাটির ঘণ্টা এইসব উপকরন।