বিশ্বের বৃহত্তম মন্দির তৈরির প্রস্তাব দিলেন বিশিষ্ট শিল্পপতি সজ্জন জিন্দল।
বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ২দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনে হাজিরার জন্য নিউটাউনের বর্ণাঢ্য মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্তের মোট ১৯টি দেশের ২৫০ জন প্রতিনিধি। যেখানে একই মঞ্চে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, আদানি, জিন্দল, টাটা, হীর নন্দানি, গোয়েঙ্কা-সহ একাধিক গোষ্ঠীর শিল্পপতিরা। একে একে বক্তব্য রাখেন সমস্ত শিল্পপতিরা। বাংলায় বিনিয়োগের জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেন। শিল্পে বিনিয়োগের পাশাপাশি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এবার বিশ্বের বৃহত্তম মন্দির তৈরির প্রস্তাব দিলেন বিশিষ্ট শিল্পপতি সজ্জন জিন্দল। তিনি বলেন, মায়াপুরে ৭০০ একর জমি পাওয়া গিয়েছে। সেখানেই তৈরি হবে বিশ্বের বৃহত্তম মন্দির।
তবে কি জিন্দল গোষ্ঠীর হাত ধরেই মন্দিরটি তৈরি হবে? বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে অন্তত এমনই ইঙ্গিত মিলেছে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের তকমা রয়েছে কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দিরের। প্রচুর কারুকাজে সুসজ্জিত মন্দিরটি সত্যিই এক বিস্ময়। তবে মায়াপুরের মন্দির তাকেও ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যের শালবনিতে জিন্দল গোষ্ঠীর স্টিল প্ল্যান্টের কাজ চলছে। তাতে প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা। এছাড়া তৈরি হবে অনুসারী শিল্পও। তার উপর আবার মায়াপুরে বৃহত্তম মন্দির তৈরির কথা জানালেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার।