বেঙ্গল স্টুডেন্ট ইউনিটের উদ্যোগে মহতী অনুষ্ঠান
হাওড়া, মৌরিগ্রাম, ১লা অক্টোবর, রবিবার, বেঙ্গল স্টুডেন্ট ইউনিট অনুষ্ঠান হলো অন্দুলে, প্রায় দুই শতাধিক মা-বোনদের বস্ত্র বিতরণ করা হয় এক জন সদস্যের তোলা কিছু ফোটো প্রদর্শনীতে ছিল
। ১২ বছর পর্যন্ত বয়সী ছেলেমেয়েদের ৩ টি গ্রুপে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরতেই মহিয়ারি কুন্ডু চৌধূরী ইনস্টিটিউশনের প্রয়াত শিক্ষক আচার্য শিরীষ চন্দ্র ও স্বামী বিবেকানন্দর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের টিচার ইন চার্জ তপজ্যোতি ভট্টাচার্য্য, শচীন ভট্টাচার্য্য। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাবিদ অমিতাভ দত্ত বলেন বেঙ্গল স্টুডেন্ট ইউনিটের শতাধিক সদস্যের সবাই ভালো ছাত্র-ছাত্রী। এরা নিজেদের প্রচেষ্টায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে চলেছে। যদিও স্বাধীনতার ৭৫ বছর পরও বস্ত্র বিতরণ কাম্য নয়, তবুও গরীব মানুষের পাশে দাঁড়ানোর নিস্থার্থা অঙ্গীকার নিয়ে কাজ করার জন্য এদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তিনি আরও আজ ভারতবর্ষের ইতিহাসে আর এক দিন ১৯৪৫ সালের ১লা অক্টোবর জাপানে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব ও পরাধীনভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন। এছাড়া আজ আচার্য শিরীষ চন্দ্র দেবের মৃত্যুবার্ষিকী, তার ১৫০ তম জন্মবার্ষিকী চলছে।