+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের পঞ্চম পর্ব

নিজস্ব সংবাদদাতা - May 20, 2024 1:24 am - রাজ্য

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের পঞ্চম পর্ব

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের পর্ব পঞ্চম
তম পর্বের জন্য 20 মে সাতটি গুরুত্বপূর্ণ আসনে ভোট দেবে। আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, হুগলি, শ্রীরামপুর এবং উলুবেড়িয়ায় 20 মে ভোট হবে৷ এই পর্বে কিছু আকর্ষণীয় লড়াই এবং বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির আসনের জন্য সতর্ক থাকতে হবে৷

আরামবাগ: তৃণমূলের ঘাঁটি কিন্তু সব নতুন প্রার্থী

2014 সাল থেকে, আসনটি তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে এবং অপরূপা পোদ্দার প্রতিনিধিত্ব করছেন। কিন্তু এবার দল তার পুনরাবৃত্তি না করে মিতালী বাগকে মাঠে নামায়। এটি মিতালির প্রথম লোকসভা নির্বাচন যেখানে তিনি বিজেপির অরূপ কান্তি দিগার এবং সিপিএমের বিপ্লব কুমার মৈত্রের বিরুদ্ধে লড়বেন।

2019 সালে, বিজেপির তপন কুমার রায় 1,000 ভোটে পরাজিত হয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। এই কেন্দ্রে বিজেপির ভোটের ভাগ বেড়েছে।

 

বনগাঁ: শান্তনু ঠাকুর বনাম বিশ্বজিৎ দাস
বিজেপি এখানে নাগরিকত্ব (সংশোধনী) আইনের উপর ব্যাঙ্কিং করতে চাচ্ছে। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এখানে বিজেপির পুনরাবৃত্তি প্রার্থী। 2019 সালে, তিনি তৃণমূলের মমতা ঠাকুরকে পরাজিত করে 1 লক্ষ ভোটের ব্যবধানে আসনটি জিতেছিলেন। তৃণমূল এ বার বিশ্বজিৎ দাসকে এই আসন থেকে প্রার্থী করেছে। বিশ্বজিৎ বিজেপির সাথে ছিলেন এবং বিধানসভা নির্বাচনের আগে 2021 সালে টিএমসিতে চলে যান।

বনগাঁতে মতুয়া জনগোষ্ঠীর আধিপত্য রয়েছে যাদের উৎপত্তি বাংলাদেশে। বিজেপির শান্তনু ঠাকুর হরিচাঁদ ঠাকুরের বংশধর, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা — একটি তফসিলি শ্রেণী গোষ্ঠী৷

 

ব্যারাকপুর: প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজেপির অর্জুন সিং
ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিং 2019 সালে তৃণমূলের নেতা দীনেশ ত্রিবেদীকে পরাজিত করে সেই নির্বাচনী এলাকা থেকে দ্বিতীয় জয়ের দিকে নজর রাখছেন৷ 2009 সাল থেকে ত্রিবেদী বর্তমান সাংসদ ছিলেন৷ অর্জুন সিং তৃণমূলের পার্থ ভৌমিক এবং সিপিএমের দেবদূত ঘোষের সঙ্গে লড়াই করছেন৷

দেবদূত ঘোষ একজন অভিনেতা এবং টেলিভিশনের পরিচিত মুখ।

হাওড়া: বিজেপির ক্রমবর্ধমান ভোটের মধ্যে প্রসূন ব্যানার্জির লড়াই

2019 সালের নির্বাচনে, হাওড়ায় বিজেপির ভোটের ভাগ 25% বেড়েছে যদিও তৃণমূলের প্রসূন ব্যানার্জি তার জয়ের রেকর্ড বজায় রাখতে সক্ষম হয়েছেন। 2013 সালের উপনির্বাচন থেকে তিনি হাওড়ার সাংসদ। প্রসূনের লড়াই হবে বিজেপির রথীন চক্রবর্তী ও সিপিএমের সব্যসাচী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।।

হুগলি: লকেট চ্যাটার্জি, রচনা ব্যানার্জী
তৃণমূলের টিকিটে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশের কারণে হুগলির প্রচারে প্রচুর গ্ল্যামার দেখা গেছে। রচনা একজন অভিনেতা এবং একটি বিখ্যাত রিয়েলিটি শো দিদি নং 1-এর হোস্ট। রচনার চ্যালেঞ্জ হলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি যিনি রাজনীতিতে যোগদানের আগেও একজন অভিনেতা ছিলেন। এই আসন থেকে মনোদীপ ঘোষকে প্রার্থী করেছে সিপিএম।

শ্রীরামপুর: প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে তৃণমূলের কল্যাণ ব্যানার্জি
তৃণমূলের কল্যাণ ব্যানার্জি 2009 সাল থেকে এই আসনটির প্রতিনিধিত্ব করছেন। 2014 সালে, তিনি এমনকি সঙ্গীতশিল্পী প্রয়াত বাপ্পি লাহিড়ীকে পরাজিত করেছিলেন যিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে আসনটি ধরে রাখতে চেয়েছিলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপির কবির শঙ্কর বোস, তাঁর প্রাক্তন জামাতা। দীপশিতা ধরকে প্রার্থী করেছে সিপিএম।

প্রচারণায় পারিবারিক কলহ, কল্যাণ ব্যানার্জির মেয়ের ব্যর্থ বিয়ে আলোচনায় উঠে এসেছে।

উলুবেড়িয়া: আসন ধরে রাখার লড়াই সাজদা আহমেদের
তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে বিজেপির অরুণ উদয় পাল চৌধুরী, কংগ্রেসের আজহার মল্লিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সাংসদ তৃণমূলের সাজদা আহমেদ।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube