+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বেতন বাড়ছে সাংসদদের।

নিজস্ব সংবাদদাতা - March 25, 2025 3:25 pm - দেশ

বেতন বাড়ছে সাংসদদের।

মার্চের পর বেতন বাড়ার সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা হয় বেসরকারি সংস্থাগুলিতে। এদিকে সরকারি কর্মীদের কাছে এখন অষ্টম পে কমিশন নিয়ে বিরাট জল্পনা, প্রত্যাশার পাহাড়, ঠিক তার আগে, মার্চের শেষে জানা গেল, বেতন বাড়ছে সাংসদদের।

সোমবার সংসদ বিষয়ক মন্ত্রণালয় গ্যাজেট নোটিফিকেশনে জানিয়েছেন,দেশের সাংসদদের এক ধাক্কায় বাড়বে ২৪ হাজার টাকা বেতন। অর্থাৎ এতদিন পর্যন্ত সাংসদদের মাসিক বেতন ছিল এক লক্ষ টাকা, এবার থেকে তা বেড়ে দাঁড়াবে ১ লক্ষ ২৪ হাজার টাকা। উল্লেখ্য, ২০১৮ সালের ১ এপ্রিল থেকে সাংসদদের মাসিক বেতন ১ লক্ষ কার্যকরী হয়েছিল। সাংসদদের দৈনিক ভাতা দু’ হাজার থেকে বেড়ে করা হয়েছে আড়াই হাজার টাকা।

কেবল বেতন বা দৈনিক ভাতা নয়, এক ধাক্কায় বেড়ে গেল পেনশনও। আগের পেনশনের পরিমাণ ছিল ২৫ হাজার, তা এক ধাক্কায় ৬হাজার টাকা বেড়ে দাঁড়াল ৩১ হাজারে। একসঙ্গে বাড়ল অতিরিক্ত পেনশনের পরিমাণও।

কবে থেকে কার্যকরী হবে? কেন্দ্র বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১ এপ্রিল ২০২৩ থেকেই কার্যকরী হবে এই নয়া নিয়মাবলী। অষ্টম পে কমিশনের প্রত্যাশার মাঝেই সাংসদদের বেতন বৃদ্ধি গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube