ভাঙরে লড়বেন নওসাদ, সাত আসনে প্রার্থী ঘোষণা করলেন ভাইজান
বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে! ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। ভোট ঘোষণার কয়েকদিনের মধ্যেই ২৯১টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে কার্যত ফাস্ট বয় তৃণমূল কংগ্রেস।এরপর ধীরে ধীরে প্রার্থী ঘোষণা করছেন অন্যান্যরা।
কমবেশি বেশিরভাগ আসনের প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে বামেরাও। কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। বৃহস্পতিবার আরও সাত আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর সেই তালিকায় সবচেয়ে বড় চমক ভাঙড়ের প্রার্থী।
যে সমস্ত কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ তার মধ্যে অন্যতম মধ্যমগ্রাম। সেখানে প্রার্থী হচ্ছেন বিশ্বজিৎ মাইতি। দেগঙ্গাতে আইএসএফের প্রার্থী করিম আলি। হাড়োয়া থেকে প্রার্থী হচ্ছেন ফিরোজ মোল্লা। ক্যানিং (পূর্ব) সংযুক্ত মোর্চার গাজি শাহাবুদ্দিন সিরাজী।
মগরাহাট পশ্চিম থেকে মইদুল ইসলাম মোল্লা। ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকি। জাঙ্গিপাড়া থেকে প্রার্থী হচ্ছেন শেখ মইনুদ্দিন। প্রাথমিকভাবে ভাঙর থেকে প্রার্থী দেওয়ার কথা ছিল বামেদের। কিন্তু আব্বাস সিদ্দিকি নিজে ভাঙর থেকে প্রার্থী দিতে চান। যা নিয়ে বামেদের সঙ্গে বিরোধের পরিস্থিতিও তৈরি হয়। শেষ পর্যন্ত আইএসএফকে ভাঙর ছাড়ে বামেরা।
উল্লেখ্য এর আগে ২০ জনের প্রার্থীতালিকা ঘোষণা করে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)।