ভাঙড়ে ২ জায়গায় তৃণমূল – আইএসএফ সংঘর্ষ, আহত ৪
ভোটগ্রহণের দিন যত এগোচ্ছে ভাঙড়ের আইন-শৃঙ্খলা ততই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে কমিশনের কাছে। বৃহস্পতিবার রাতেও সেখানে ২ জায়গায় সংঘর্ষে জড়াল তৃণমূল ও ISF. আব্বাসের দলের দাবি, তাঁদের এক সদস্যকে পিটিয়ে খুনের চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভাঙড়ের মাধবপুর এলাকায় এক আইএসএফ সদস্যের ওপর তৃণমূলরা হামলা চালায় বলে অভিযোগ। মিন্টু শিকারি নামে ওই নেতা তখন দলীয় বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। তখন তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ। তৃণমূলের মারে জ্ঞান হারান মন্টুবাবু। খবর পেয়ে তাঁর দলের কর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, নিজেদের কর্মীদের হাতেই আক্রান্ত হয়েছেন মন্টুবাবু।
ওই রাতেই কাশীপুর থানার মাঝেরহাটে তৃণমূল ও আইএসএফ-এর সংঘর্ষ বাঁধে। দুপক্ষই একে অপরের ওপরে হামলা চালায় বলে অভিযোগ। সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় থানায় দু পক্ষের তরফে ২টি অভিযোগ জমা পড়েছে।