+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভারত থেকে ত্র্রান পৌঁছালো মিয়ানমারে

কে কে মল্লিক - March 30, 2025 12:20 am - আন্তর্জাতিক

ভারত থেকে ত্র্রান পৌঁছালো মিয়ানমারে

জোড়া ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার প্রকৃতির তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেরও কিছু অংশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজারেরও বেশি, আহতর সংখ্যা অন্তত ১৬৭০ অর ওপর | ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অপারেশন ব্রহ্মার অধীনে ভারতের পাঠানো প্রথম দফার ত্রাণ পৌঁছে গিয়েছে মায়ানমারে | শনিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে একটি সামরিক বিমানে প্রায় ১৫ টন ত্রাণসামগ্রী পাঠালো ভারত। ভারতীয় বায়ুসেনার সি ১৩০ জে বিমানটি হিন্ডন বিমান ঘাঁটি থেকে মায়ানমারের উদ্দেশে রওনা দেয় বলে জানা গিয়েছে ৷ ভারত থেকে পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, খাবার, খাবার পানী সহ সৌরবিদ্যুৎ চালিত বাতি, জেনারেটর সেট এবং প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী |

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। প্রথমটির উৎস মায়ানমারের বর্মার ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত। তারপর আরও পাঁচটি ভূমিকম্প হয়েছে মায়ানমারে। চলেছে আফটার শক। তার জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মায়ানমারের বিস্তৃত এলাকার বাড়িঘর, স্মৃতিসৌধ, এমনকী, মসজিদও। এরই পাশা পাশি ভিয়েতনাম এ ও ভূমিকম্প অনুভূত হয় এবং হোচী মিন সিটি সহ অন্য শহরের মানুষও তাদের উঁচু ফ্লাট , ত্র্যাপার্টমেন্ট থেকে দ্রত নিচে নেমে আসেন এবং আতঙ্খের আবহাওয়া তৈরি হয়েছে |


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube