+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক দিয়ে এবার লিফলেট বিলি হচ্ছে বাংলাদেশের রাস্তায়।

নিজস্ব সংবাদদাতা - December 9, 2024 12:29 pm - বাংলাদেশ

ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক দিয়ে এবার লিফলেট বিলি হচ্ছে বাংলাদেশের রাস্তায়।

সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বয়কট করার ডাক দিচ্ছেন অনেকেই। ভারতে দাবি উঠেছে, বাংলাদেশে রণ্য রফতানি করা বন্ধ করে দেওয়া হোক। আর সে সবের পরোয়া না করে বাংলাদেশে ভারত বিরোধিতার ডাক আরও জোরাল করা হচ্ছে। ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক দিয়ে এবার লিফলেট বিলি হচ্ছে বাংলাদেশের রাস্তায় রাস্তায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সে সব লিফলেট বিলি করা হচ্ছে। আজ, সোমবার বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তার আগেই এই ছবি ধরা পড়ল বাংলাদেশের রাস্তায়।

ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক দিয়ে ওই লিফলেট ছাপিয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। রাজধানী ঢাকাতেও রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে কাগজগুলি। প্রচার পুস্তিকায় হিজবুত তাহরীরের সংগঠনের তলায় মুসলিম ঐক্য তৈরি করার আহ্বান জানানো হয়েছে। সেখানে ভারতকে ‘শত্’রু হিসেবে বর্ণনা করা হয়েছে দুই পাতার প্রচার পুস্তিকায়।

দক্ষিণ এশিয়ায় ‘খেলাফত’ প্রতিষ্ঠায় বাংলাদেশ নেতৃত্ব দেবে বলে দাবি করা হয়েছে। যে ভারত বাংলাদেশের স্বাধীনতা এনে দিল, যে ভারতের উপর এখন অনেক ক্ষেত্রে নির্ভর করতে হয় বাংলাদেশকে, সেই ভারতকেই শত্রু বলে ঘোষণা করার ডাক উঠছে, আর সরকার চুপ! মৌলবাদী আগ্রাসন রুখতে ইউনূস সরকারের সদিচ্ছা আসলে কতটা, তা নিয়ে উঠছে প্রশ্ন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube