+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ।

নিজস্ব সংবাদদাতা - July 7, 2021 11:06 am - রাজ্য

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ।

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। আজ সকাল ৮টা ৪৬ মিনিট নাগাদ কেঁপে ওঠে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। বেশ কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল কম্পন। হঠাৎই সকালে এই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বাসিন্দারা। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। কম্পন অনুভূত হয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও । সেখানে কম্পনের তীব্রতা ছিল ৫.২। বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। কোচবিহারের এক ব্যক্তি জানান, ‘ভূমিকম্পের কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, তখনই দেখি ঘর কাঁপছে।’ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, মেঘালয়ের তুয়া থেকে ৭১ কিলোমিটার দূরে গোলপাড়ায় ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে এর উৎস স্থল। ইউরেশিয়ান প্লেটের নিচে ভারতীয় প্লেট চাপা পড়ায় এই ঘটনা ঘটেছে। যদিও এখনও পর্যন্ত তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাশাপাশি কোনও মৃত্যুর খবরও পাওয়া যায়নি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube