+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

যত সময় যাচ্ছে, তত বিধ্বংসী হয়ে উঠছে ‘তাউটে’, সোমবার সন্ধ্যায় গুজরাত উপকূলের কাছে পৌঁছাবে।

নিজস্ব সংবাদদাতা - May 17, 2021 1:28 pm - দেশ

যত সময় যাচ্ছে, তত বিধ্বংসী হয়ে উঠছে ‘তাউটে’, সোমবার সন্ধ্যায় গুজরাত উপকূলের কাছে পৌঁছাবে।

চিত্র সৌজন্যে: The Indian Express

যত সময় যাচ্ছে, তত বিধ্বংসী হয়ে উঠছে ‘তাউটে’। সোমবার সন্ধ্যা-রাতে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে তা আছড়ে পড়তে চলেছে গুজরাত উপকূলে। আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত ঘণ্টায় ১৮০-১৯০ কিলোমিটার বেগে বইছে ঝড়। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ২১০ কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী,সোমবার সকাল সাড়ে আটটায় সময় পূর্ব-মধ্য আরব সাগরের উপর অবস্থান করছে ‘তাউটে’। যা ক্রমশ গতি বাড়িয়ে গুজরাত উপকূলের দিকে ধেয়ে আসছে। আপাতত সেটি দিউয়ের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ২২০ কিলোমিটার, গুজরাতের ভেরাবলের দক্ষিণ-পূর্বে ২৬০ কিলোমিটার এবং মুম্বইয়ের দক্ষিণে ১৫০ কিলোমিটারে দূরে অবস্থিত। আগামী কয়েক ঘণ্টায় তা ক্রমশ বাড়িয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার সন্ধ্যায় গুজরাত উপকূলের কাছে পৌঁছাবে। তার আগে সোমবার সকাল থেকে সন্ধ্যা ঝড়ের ব্যাপক দাপট থাকবে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। তারপর সোমবার রাত আটটা থেকে রাত ১১ টার মধ্যে পোরবন্দর এবং মাহুভার মাঝখান দিয়ে সেই ঘূর্ণিঝড় গুজরাত উপকূল পার করবে। সেই সময় ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনও কখনও তা ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। সেই ঘূর্ণিঝড়ের দাপটে পোরবন্দর, আমরেলি জুনাগড়, গির, সোমনাথ, বোতাড়, ভাবনগর এবং আমদাবাদের উপকূলবর্তী এলাকায় ক্ষতির মাত্রা অত্যন্ত বেশি হওয়ার আশঙ্কা আছে। কুঁড়েঘর, মাটির বাড়ি ভেঙে যেতে পারে। অসংখ্য বিদ্যুতের খুঁটি, গাছ উপড়ে পড়ে যাওয়ার আশঙ্কা আছে। সেইসঙ্গে রেললাইন, সড়কপথেও ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube