বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ
রবিবাসরীয় সকালে বিহারে পট পরিবর্তন। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। রাজ্যপালের হাতে নিজের ইস্তফা পত্র তুলে দিলেন তিনি।
২০২২ সালে বিজেপি শাসিত এনডিএ জোট ভেঙে বেরিয়ে এসেছিলেন নীতীশ কুমার। লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে যোগ দেন। একাধিক বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। লোকসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে ফের এনডিএ-তেই ঘরওয়াপসি।
এনডিএ শিবিরে ফিরে রবিবার বিকেলেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার। দুপুর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে তিনি নতুন জোট সরকারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। বিহারে ইতিমধ্যেই পৌঁছে গেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। নাড্ডার উপস্থিতিতে নিজের বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের একাধিক বিধায়ককে নিয়ে এনডিএ-তে ফিরছেন নীতীশ কুমার।