বিকল্প ট্রেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস।
যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল বন্দে ভারত এক্সপ্রেসে। ফলে শুক্রবার সকালে হাওড়া থেকে নিউজলপাইগুড়ি ‘বন্দে ভারত এক্সপ্রেস’ চালানো সম্ভব হয়নি রেলের তরফে। বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয় যাত্রীদের জন্য। সেই ট্রেনে চড়েই মালদায় মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
গত বুধবার মিজোরামে সেতু বিপর্যয়ে মালদার ২৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই সব শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতেই রাজ্যপাল বোস মালদা গেলেন। রেলের তরফে বলা হয়েছে, পরীক্ষার সময় ইঞ্জিনের গিয়ার ফাংশনে কিছু সমস্যা দেখা দেয় বন্দে ভারত এক্সপ্রেসে। যান্ত্রিক ত্রুটি থাকাতেই বিকল্প হিসেবে স্পেশ্যাল ট্রেন পাঠানো হয়েছে। যা হাওড়ার সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সকাল সাতটায়। রেল আধিকারিকরা দাবি করেন, বন্দে ভারতে যে সব সুযোগ সুবিধা রয়েছে, তার সবই পাওয়া যাবে বিকল্প ট্রেনে। গতিও একই থাকবে। তবে যাত্রীদের অভিযোগ, ট্রেনের ভিতরে একাধিক সমস্যা রয়েছে। পানীয় জলও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন যাত্রীরা। পাশাপাশি বেশি টাকা দিয়ে অন্য ট্রেনে যাত্রা করতে হওয়ায় ক্ষোভ বাড়ে যাত্রীদের। এদিকে, শুক্রবার রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব কলকাতায় আসছেন। এই পরিস্থিতিতে বন্দে ভারত এক্সপ্রেস বাতিলের ঘটনাকে রীতিমতো গুরুত্ব দিয়ে দেখছেন রেল আধিকারিকরা।