+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তোলেন, ‘‌বিজ্ঞান সেবক নয়, কল্পিত দেবী মূর্তি স্থাপনা যাদের লক্ষ্য তাঁরা দেশ কে এগিয়ে নিয়ে যাবে এটা কী আদৌ সম্ভব?’‌

নিজস্ব সংবাদদাতা - September 24, 2021 10:50 pm - কলকাতা

বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তোলেন, ‘‌বিজ্ঞান সেবক নয়, কল্পিত দেবী মূর্তি স্থাপনা যাদের লক্ষ্য তাঁরা দেশ কে এগিয়ে নিয়ে যাবে এটা কী আদৌ সম্ভব?’‌

সরস্বতী প্রতিমাকে ‘‌পুতুল’‌ বলে কটাক্ষ করলেন বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিকাশরঞ্জন ভট্টাচার্যের এহেন বক্তব্য সামনে আসতেই গর্জে উঠেছেন বহু মানুষ। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ঘটনায় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বয়কটের ডাক দিয়েছেন অনেকেই।

সরস্বতী মূর্তি প্রসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‌গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে এআইসিটিইএর দপ্তরে গিয়েছিলাম আমি। এআইসিটিইএ দপ্তরটি খুব সুন্দর এক বিশাল ইমারত। প্রবেশদ্বারেই দেখলাম একটি সুন্দর বিশালাকার পুতুল ,হাতে রয়েছে তার বীনা। সেই পুতুলে পুষ্পার্ঘ্য দেওয়ার অনুরোধ আমি সবিনয়ে প্রত্যাখ্যান করি। তারপর বুঝলাম ওটি সরস্বতীর প্রতিমা।’‌

এআইসিটিইএর সভাপতিকে তাচ্ছিল্যেক সুরে বিকাশ বাবু বলেন, ‘‌ব্রিটিশ মিউজিয়ামের প্রবেশদ্বারে বিজ্ঞানী নিউটনের মূর্তি রেখেছেন তাঁরা আর আপনারা তো আর্যভট্ট, চরক, শুশ্রত এ ধরনের কারও মূর্তি রাখতে পারতেন। কিন্তু তা তো রাখেননি আপনারা। সরস্বতীর মূর্তি রেখেছেন দেখছি। এআইসিটিইএর সভাপতি এ বিষয়ে অসহায়তার কথাই তুলে ধরলেন আমার কাছে।’‌

এ প্রসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তোলেন, ‘‌বিজ্ঞান সেবক নয়, কল্পিত দেবী মূর্তি স্থাপনা যাদের লক্ষ্য তাঁরা দেশ কে এগিয়ে নিয়ে যাবে এটা কী আদৌ সম্ভব?’‌

বিকাশরঞ্জন ভট্টাচার্যের এহেন আচরণে গর্জে উঠছেন সনাতন হিন্দু ধর্মাম্বলীরা। বিকাশবাবুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সরস্বতীর বহু উপাসকও। এর আগেও প্রকাশ্যে গোমাংস খেয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আক্রমণ করেছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube