বিক্ষিপ্তভাবে দু–এক দিন পরপর ঝড়বৃষ্টি হতে পারে
আবহাওয়াবিদদের মতে আগামী ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না।
শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। কলকাতায় এদিন বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু–এক দিন পরপর ঝড়বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে গরম কমবে না। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। এদিকে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে চলবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।