+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বিনা পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পাস, ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

নিজস্ব সংবাদদাতা - December 7, 2020 11:44 pm - শিক্ষা

বিনা পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পাস, ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

কবে স্কুল খুলবে, তা এখনও স্পষ্ট নয়। স্কুল খুললেও কতদিনের মধ্যে পাঠ্যক্রম শেষ করা যাবে, তা নিয়ে ধন্দ আছে। সেই পরিস্থিতিতে বিনা পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ কোনওরকম পরীক্ষা ছাড়াই আগামী বছর পড়ুয়াদের সপ্তম থেকে দশম শ্রেণিতে তুলে দেওয়া হবে।

সোমবার সন্ধ্যার দিকে সরকার এবং সরকার-পোষিত সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি লিখে পর্ষদের ডেপুটি-সেক্রেটারি (শিক্ষা) পার্থ কর্মকার জানান, এবার কোনওরকম পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে। তবে পড়ুয়াদের স্বার্থে স্কুল খুললে আগের শ্রেণির পাঠ্যক্রম পড়িয়ে দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,’তবে যখনই স্কুল খোলা হোক এবং নিয়মিতভাবে ক্লাসে শুরু হোক, বর্তমান শ্রেণির (সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত) পড়াশোনা শুরুর আগে পড়ুয়াদের স্বার্থে পূর্ববর্তী শ্রেণির পাঠ্যক্রম ঝালিয়ে দিতে হবে শিক্ষকদের।’


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube