+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

সকাল থেকেই বিপর্যয়ের মতো ধসে পড়ল শেয়ার বাজার।

নিজস্ব সংবাদদাতা - June 4, 2024 12:36 pm - দেশ

সকাল থেকেই বিপর্যয়ের মতো ধসে পড়ল শেয়ার বাজার।

যাবতীয় এক্সিট পোলকে সাগরের জলে ছুঁড়ে ফেলে লোকসভা ভোটের ফল বিপরীত স্রোতে গড়াতেই সকাল থেকেই বিপর্যয়ের মতো ধসে পড়ল শেয়ার বাজার। যাকে বাজার ব্যাপারিরা রক্তস্নান বলে বর্ণনা করেছেন। গত ২ বছরের মধ্যে একদিনে সর্বনিম্ন ধস নেমেছে দালাল স্ট্রিটে।

সেনসেক্স ৩৭০০ পয়েন্ট এবং নিফটি ২২,১৪০ পয়েন্ট নেমে গিয়েছে। সোমবার এক্সিট পোলের উপর নির্ভর করে যে উত্থান এসেছিল, তা হুড়মুড় করে ভেঙে পড়ে সকালে বাজার খুলতেই।

বেলা ১১টা পর্যন্ত যখন এনডিএ-ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তখন সেনসেক্স নেমে আসে ৩২০৩.৮২ পয়েন্টে অথবা ৪.১৯ শতাংশ। নিফটি ৯৭৩.৭০ পয়েন্ট পতন বা ৪.১৯ শতাংশ। এর মধ্যে উল্লেখযোগ্য হল, বিরোধীদের চোখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বন্ধু’ গৌতম আদানির সহযোগী কোম্পানিগুলির বিশাল পতন হয়েছে।

মঙ্গলবার আদানি উইলমার এবং আদানি টোটাল গ্যাস নেমেছে ৪ শতাংশ ও ৭ শতাংশ। পর্যায়ক্রমে ৩৫৩.৫০ টাকা এবং ১০৪৪.৯৫ টাকা। আদানি এন্টারপ্রাইজের শেয়ার পতন হয়েছে প্রায় ১০ শতাংশ, ৩২৮০.৭৫ টাকা। আদানি পোর্টস এবং বিশেষ অর্থনৈতিক করিডর বা সেজ নেমে এসেছে ৬.১৬ শতাংশ, ১৪৮৬.৩০ টাকায়। বিদ্যুৎ ক্ষেত্রে আদানিদের দৈত্যাকার কোম্পানি আদানি পাওয়ারের শেয়ারে পতন ঘটেছে প্রায় ১৪ শতাংশ। টাকার হিসেবে ৭৫৬.৬৫।

ভোটের ফলাফলের যে রকম প্রবণতা ধরা পড়ছে, সেই মুহূর্তে তার চিত্র ধরা পড়ছে দালাল স্ট্রিটেও। প্রতি সেকেন্ডে উত্থান-পতনের খেলা চলতে থাকলেও ভোটের ফল প্রকাশের দিন কয়েক লক্ষ কোটি টাকা যে জলে চলে গিয়েছে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। এখন দেখার দিনের শেষে শেয়ার বাজার কী বার্তা নিয়ে আসে ব্যাপারিদের পকেটে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube