স্বাধীনতা দিবস বর্ষপূর্তিতে লালকেল্লা থেকে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
দেশের ৭৫-তম স্বাধীনতা দিবস বর্ষপূর্তিতে লালকেল্লা থেকে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তির উদ্দেশ্যে ভাষণে দেশজুড়ে উদ্ধার হওয়া দুর্নীতির টাকা, পরিবারতন্ত্রের প্রসঙ্গ তুলে বিরোধীদের নিশানা করেন তিনি।
“দেশকে যারা লুটেছে তাদের ফেরৎ দিতে হবে” মোদি তাঁর ভাষণে বলেন, দেশের অনেকেই চুরি করে লুটেপুটে তা নিজের কাছে রেখে দিচ্ছে। দেশে দুর্নীতির টাকা উদ্ধার করা হচ্ছে, এগুলি দেশের কাজে লাগানো হবে। দেশকে যারা লুটেছে তাদের ফেরৎ দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে হবে। উই পোকার মতো দুর্নীতি দেশকে শেষ করে দিচ্ছে। আমার দেশবাসীর যারা চুরির টাকা লুটেছে তাদের সেই টাকা ফেরত দিতে হবে। কাউকে রেয়াত করা হবে না। অনেকেই দুর্নীতির পরেও, তাঁদের নেতাদের সমর্থন করছেন। এভাবে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে দুর্নীতি। তা বরদাস্ত করা হবে না।”
প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা দুটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি – ‘দুর্নীতি’ এবং ‘পরিবারতন্ত্র’ বা স্বজনপ্রীতি। দুর্নীতি দেশকে ঘুণপোকার মতো শূন্য করে দিচ্ছে। আমাদের এর সঙ্গে লড়াই করতে হবে। আমাদের প্রতিষ্ঠানের শক্তি উপলব্ধি করতে এবং সিস্টেম থেকে নির্মূল করতে এবং যোগ্যতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের স্বজনপ্রীতি (পরিবারবাদ)র বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে,”। মোদি বলেন, “জাতি দুর্নীতিকে বরদাস্ত করবে না, তবে দুর্নীতিবাজদেরও কোনও স্থান হবে না। “কখনও কখনও একাংশের উদারতা তাদের জন্য তৈরি করা হয় যারা আদালত দ্বারা দোষী সাব্যস্ত । এমনটা করা উচিত নয়।”