রীতিমত বিস্ফোরক মন্তব্য করলেন দেবাংশু ভট্টাচার্য।
হারের পর বিজেপি নেতারা তো বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন, এবার মাঠে তৃণমূলের চেনা মুখেরাও। ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতা বলতে গিয়ে রীতিমত বিস্ফোরক মন্তব্য করলেন দেবাংশু ভট্টাচার্য। বললেন, “অভিজ্ঞতা আমার ভাল হয়েছে। অনেকে আশীর্বাদ করেছেন। কিন্তু আমি ভোটে লড়তে গিয়ে দেখলাম, ওই জেলায় আমার দলের অনেকেই দুই নৌকায় পা দিয়ে চলছেন।
ভোটের প্রভাব সে কারণে তো পড়বেই। এটা তো নিশ্চিত ছিল। যারা দুই নৌকায় পা দিয়ে চলছে তাঁদের চিহ্নিত করতে পেরেছি। আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছি।”
এখানেই না থেমে রীতিমতো রাগের সঙ্গে দেবাংশু বলেন, “এভাবে চলতে পারে না। দুই নৌকায় পা দিয়ে চলব আবার দলের বিভিন্ন পদ সামলাব সেটা হয় না। ভোট লড়তে গিয়ে আমাকে অনেক এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। সব বিষয়টি আমি দলকে জানিয়েছি।”
প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটেও দেবাংশুর টিকিট পাওয়া নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত তাঁকে টিকিট দেয়নি দল। কিন্তু, এবার পান। লোকসভা ভোটে দাঁড়ান তমলুক থেকে। অন্যদিকে এই তমলুক থেকেই আবার বিজেপির টিকিটে ময়দানে নামেন হেভিওয়েট প্রার্থী কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে শেষ হাসি হাসেন অভিজিৎই। প্রায় ৭৭ হাজার ভোটে গাঙ্গুলীর কাছে হেরে যান দেবাংশু। এবার সেই পরাজয়ের ময়নাতদন্ত করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর শোরগোল।