বিশ্বভারতী ক্যাম্পাসের নিয়ম-শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি
ক্যাম্পাসের মধ্যে নিয়ম-শৃঙ্খলা ভেঙে পড়েছে, ঢুকেছে রাজনীতি, এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিশ্বভারতীর ২০৬ জন অধ্যাপক।
প্রধানমন্ত্রী তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যকে দেওয়া চিঠিতে অধ্যাপকরা জানিয়েছেন, ক্যাম্পাসের আসল সমস্যাগুলি নিয়ে কোনও কথা বলা হচ্ছে না। অধ্যাপকদের কটুক্তি করা, অপমান করা, হেনস্থা করা, তাঁদের বন্দি করে রাখা একটি ট্রেন্ড হয়ে গিয়েছে। কয়েকজন বর্ষীয়ান অধ্যাপকও ছাত্রদের সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকী তাঁরাও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিষয়ে আপত্তিকর মন্তব্য করছেন। শুধু তাই নয়, শিক্ষকদের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করা হয়েছে চিঠিতে।