বিশ্বনাথ মন্দির লাগোয়া মসজিদে ভিডিও সমীক্ষার নির্দেশ দেয় বারাণসী দায়রা আদালত। আজ রিপোর্ট পেশ হল।
বারাণসী দায়রা আদালতের নির্দেশে ভিডিও সমীক্ষা করা হয়েছিল জ্ঞানবাপী মসজিদের অন্দরে। সেই রিপোর্টই খামবন্দি হয়ে আজ জমা পড়ল আদালতে। সেই নিয়ে শুরু হল শুনানি। সমান্তরালভাবে এই জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টেও। শীর্ষ আদালত জানিয়েছে, আজই যেন এই মামলা নিয়ে কোনও রায় না দেয় বারাণসী আদালত।
মসজিদের মধ্যে হিন্দু বিগ্রহ পুজোর অনুমতি চেয়ে বারাণসী আদালতে আবেদন করেছিলেন পাঁচ জন মহিলা। সেই পিটিশনের ভিত্তিতে বিশ্বনাথ মন্দির লাগোয়া মসজিদে ভিডিও সমীক্ষার নির্দেশ দেয় বারাণসী দায়রা আদালত। আজ মুখ–বন্ধ তিনটি ফোল্ডারে সেই রিপোর্ট পেশ করা হল। ভিডিও এবং ছবির একটি চিপও পেশ করা হয়েছে আদালতে। জানিয়েছেন আদালত নিযুক্ত কমিশনার বিশাল সিং।
এদিকে জ্ঞানবাপীর মধ্যে ভিডিও সমীক্ষার বিরুদ্ধে আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। পিটিশন করেছিল মসজিদ কমিটি। সেই শুনানি মুলতুবি করতে চেয়ে পাল্টা আবেদন করে হিন্দু আবেদনকারীদের আইনজীবী। সুপ্রিম কোর্ট তাই আজ জানাল, মামলার শুনানি আগামী কাল হবে। কিন্তু তা বলে এই জ্ঞানবাপী মামলা নিয়ে আজ কোনও রায় দিতে পারবে না বারাণসী দায়রা কোর্টও। গতকাল সুপ্রিম কোর্টই নির্দেশ দিয়েছিল, তাদের সঙ্গে দায়রা আদালতেও শুনানি চলবে এই মামলার। এই নিয়ে কোনও সংঘাত নেই।
সমীক্ষাকারী দলের এক আইনজীবী দাবি করেন, মসজিদে যে পুকুরে ওজু করেন প্রার্থনাকারীরা, সেখানে মিলেছে একটি ‘শিবলিঙ্গ’। তার পরেই এলাকা সিল করে দেওয়ার নির্দেশ দেয় বারাণসী আদালত। মুসলিম প্রার্থনাকারীদের দাবি, ওটি ফোয়ারা। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘শিবলিঙ্গ’ যেখানে রয়েছে সেই এলাকা সুরক্ষিত করা হোক। তাবলে মসজিদে নামাজ বন্ধ করা যাবে না।