+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বিশ্বের সবচেয়ে দূষিত ১০০ শহরের তালিকায় বাংলার ৩ শহর, নাম নেই কলকাতার!

নিজস্ব সংবাদদাতা - March 18, 2021 9:36 am - রাজ্য

বিশ্বের সবচেয়ে দূষিত ১০০ শহরের তালিকায় বাংলার ৩ শহর, নাম নেই কলকাতার!

বিশ্বের সবচেয়ে দূষিত ১০০ শহরের তালিকায় বাংলার ৩ শহর বিশ্বের সবচেয়ে দূষিত ১০০ শহরের তালিকায় বাংলার ৩ শহর, নাম নেই কলকাতার!
বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকার শীর্ষস্থানে রয়েছে দিল্লির নাম! পরপর ৩ বছর এই তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। বিশ্বের মোট ১০৬টি দেশের ৪,৭০০ শহরকে নিয়ে চালানো IQAir-এর সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
সদ্য প্রকাশিত সুইস তথ্য গবেষণা সংস্থা IQAir-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৩৫টিই ভারতের। ওই ৩৫টি নাম বাদ দিয়ে বাকি ৭টি শহর চিনের, ৫টি পাকিস্তানের, দুটি বাংলাদেশের এবং একটি ইন্দোনেশিয়ার।

বিশ্বের সবচেয়ে দূষিত ১০০ শহরের তালিকায় বাংলার ৩ শহর, নাম নেই কলকাতার!

পরিসংখ্যান থেকেই স্পষ্ট, বিশ্বের বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরই এশিয়া মহাদেশে অবস্থিত। পরিসংখ্যান বলছে, লকডাউনের পরে বিশ্বে বার্ষিক গড় দূষণের পরিমাণ প্রায় ১১ শতাংশ কমেছে।

ভারতের সবচেয়ে দূষিত শহর গাজিয়াবাদ। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় এই শহরের নাম রয়েছে দ্বিতীয় স্থানে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দিল্লি রয়ে দশে।

বিশ্বের সবচেয়ে দূষিত ১০০ শহরের তালিকায় বাংলার ৩ শহর, নাম নেই কলকাতার!

বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ভারতের ৩৫টি শহরের নাম থাকলেও বাংলার একটিও শহরের নাম নেই। তালিকার ৫১ নম্বরে রয়েছে শিলিগুড়ির নাম, ৬৪ নম্বরে আসানসোলের নাম আর ৭১-এ রয়েছে হাওড়ার নাম।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube