আশঙ্কা: বিজেপি ছেড়ে শাসক শিবিরে চলে আসতে পারেন অনেকে
২০২১-এর আগে বিজেপি ঘটা করে যোগদান মেলার আয়োজন করেছিল। কিন্তু ২০১৯-এর মতো তৃণমূলকে ভেঙে ২০২১-এ তেমন লাভবান হয়নি বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মানসিকতার কাছে ধরাশায়ী হয়ে বিজেপি এখন নিজেরাই ভাঙন আতঙ্কে ভুগতে শুরু করেছে। রাজনৈতিক জগত্ থেকে সিনে জগতের অনেকে তারকারই ঘরওয়াপসি হতে পারে।
যোগদান মেলা থেকে ফল মেলেনি
ভোট ঘোষণার আগে থেকেই বিজেপি রাজ্যজুড়ে যোগদান মেলার আয়োজন করেছিল।
সেই যোগদান মেলায় রাজনৈতিক নেতা-নেত্রী থেকে শুরু করে সিনেমা জগতের কলাকুশলীদের এনে প্রতিদিনই যোগদান করানো হয়েছে পদ্মশিবিরে। কিন্তু তার ফল ভালো হয়নি। নতুনদের আগমনে দূরে সরে গিয়েছেন পুরনোরা।
বিজেপি ছেড়ে শাসক শিবিরে চলে আসতে পারেন আশঙ্কা
এখন যে নতুনরা এসেছিলেন ঘটা করে, তাদের অনেকে আবার ফিরে যেতে পারেন বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের বিপুল জয়ের পর বিজেপি নিজের দলেই ভাঙন হতে পারে বলে আশঙ্কা করছে। বিজেপি ভেঙে অনেকেই আবার শাসক শিবিরে চলে আসতে পারেন বলে মনে করছে নেতৃত্ব।
ভাঙন রোখার পরিকল্পনা আগাম সারা বিজেপির
বিজেপি নেতৃত্ব চাইছে নিচুতলার কর্মীদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করতে। তার পাশাপাশি তাদের নিরাপত্তা দেওয়াই এখন তাদের প্রধান কাজ। তৃণমূল থেকে আসা নেতা-নেত্রীরা হাতছাড়া হোক, চাইছে না বিজেপি। সেজন্যই তাঁরা এবার ভাঙন রোখার পরিকল্পনা আগাম সেরে রাখছে।
সম্মানের সঙ্গে বিজেপিতেই থাকবেন, বিশ্বাস দিলীপের
যদিও দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন, তাঁরা যথেষ্ট অপমানিত হয়ে এসেছিলেন। আমার বিশ্বাস তাঁরা কেউ তৃণমূলে ফিরবেন না। আমরা তাঁদের সম্মান দিয়ে এনেছিলাম। তাঁরা সম্মানের সঙ্গে বিজেপিতেই থাকবেন বলে আমার বিশ্বাস। আমরা রাজ্য পার্টির তরফ থেকে নেতা-কর্মীদের সাহায্যের ব্যবস্থা করব