বিজেপি থেকে বহিস্কৃত হলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা।
রাজ্যের বিরোধী দলনেতাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার বিজেপি থেকে বহিস্কৃত হলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। দলবিরোধী মন্তব্য করায় তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
প্রসঙ্গত, পুরসভা নির্বাচনকে সামনে রেখে হাওড়ায় শুভেন্দু যে কমিটি করেন তা নিয়ে বিজেপি দলনেতাকে নিশানা করে বলেন, যে কমিটি শুভেন্দু গঠন করেছেন তাতে দলীয় নিয়মশৃঙ্খলা ভঙ্গ হয়েছে। সেই কমিটিকে ‘ভারতীয় জনতা তৃণমূল কংগ্রেস পার্টি’ বলেও আখ্যা দেন তিনি। বলেন, ‘যাঁরা দলে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে তাদের চেয়ারম্যান করা হচ্ছে। নাম প্রস্তাব করেছেন শুভেন্দু। আমি ২৮ বছর ধরে বিজেপি করছি। যাঁরা ৯ মাস আগে বিজেপিতে এসেছে তাঁরা আমাদের শংসাপত্র দেবেন নাকি? আমরা শংসাপত্র চাইব। যাঁকে নারদা কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছে, যিনি সৎ কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে সেই ব্যক্তি আমাদের বিরুদ্ধে আঙুল তুলবেন এটা জেলা সভাপতি হিসেবে মেনে নেব না।’ তিনি আরও বলেন, হাওড়ায় বিজেপির খারাপ ফল হওয়ায় বিজেপি জেলা নেতৃত্বের সঙ্গে তৃণমূলের আঁতাত ছিল বলেও অভিযোগ তুলেছেন শুভেন্দু। সেই নিয়ে সুরজিৎ বলেন, সেটা যদি প্রমাণ করতে না পারেন তাহলে তাঁকে হাওড়ার বিজেপি কর্মীদের কাছে ক্ষমা চাইতে হবে।
প্রসঙ্গত, শুভেন্দুর তৈরি কমিটির মাথায় রয়েছে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া রথীন চক্রবর্তী। দলনেতার বিরুদ্ধে এহেন এই মন্তব্যের পর স্বাভাবিকভাবে বিতর্ক শুরু হয়। এরপর বুধবার বিকেলে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে তড়িঘড়ি দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি।