পরিকল্পনা বহু দিনের, আজকে হলো মেগা র্যালি
দুর্নীতির প্রতবাদে আজ পথে নামলো গেরুয়া শিবির।
পরিকল্পনা বহু দিনের, আজকের মেগা র্যালি সামনে রেখে সেপ্টেম্বরের শুরু থেকেই প্রস্তুতি নিয়েছে বিজেপি। তবে আজকের শুরু থেকে একেবারে উত্তাল পরিস্থিতি কলকাতা-হাওড়ার। পুলিশের তরফের দাবি, হাওড়া থেকে আসা দুই মিছিলের অনুমতি দেওয়া হয়নি।
বিজেপির মিছিলের শুরু থেকে চরম উত্তেজনা ছড়িয়েছে। মিছিল শুরুর আগেই কলকাতা সহ একাধিক জায়গায় গার্ডরেল-ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। বন্ধ রয়েছে হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতু। মিছিলের শুরুতেই আটক করা হয়েছে শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জিকে। লালবাজারে ছিলেন তাঁরা। মিছিলের মধ্যেই বাধা পেয়ে পথে বসে পড়ে বিক্ষোভ দেখছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল। হাওড়া ময়দানের কাছে ধর্নায় বসেছিলেন তাঁরা। মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন দিলীপ ঘোষ।
তবে সকাল থেকে একাধিক জায়গায় পুলিশের সঙ্গে বচসা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। বিক্ষোভে বাধা পেয়ে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় সাঁতরাগাছি। পুলিশের দিকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। অভিযোগ পুলিশের গাড়ি ভাঙচুরের। লালবাজারের কাছে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় দফায় দফায়। নবান্নমুখী বিজেপি মিছিল আটকে দিতে ব্যবহার করা হয়েছে জল কামান, কাঁদানে গ্যাস।