বিজেপির মুখ কে, আর তৃণমূলের মুখের কী দশা! একুশের আগে তফাৎ বোঝালেন দিলীপ ঘোষ
তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, বিজেপির কে? তৃণমূল এই মর্মে দীর্ঘদিন ধরেই আক্রমণ শানিয়ে আসছেন। শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগদানে পর তৃণমূলকে জবাব দেওয়া শুরু করেছে বিজেপি। এরই মধ্যে আবার সৌমিত্র-জায়া সুজাতা তৃণমূলে নাম লিখিয়ে দাবি করেছে বিজেপির কত জন মুখ। এবার দিলীপ ঘোষ স্পষ্ট করে দিলেন বিজেপির একুশের মুখ কে !
দিলীপ ঘোষ বড়দিনের সকালে বলেন, তৃণমূল বারবার বলে থাকে, বিজেপির কোনও মুখ নেই। এটা একেবারেই ঠিক নয়। বরং সত্যি এটাই যে বিজেপিতে মুখের অভাব নেই। অভাব রয়েছে তৃণমূলের। তৃণমূলে একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, তৃণমূলে একটি মাত্র মুখ, তাও আবার দুর্মুখ।
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল এবার জিততে পারবে না। বাংলায় পরিবর্তন আসন্ন। বাংলাকে পাখির চোখ করে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল ও বিজেপি। একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। বেশ কিছুদিন ধরেই একুশের নির্বাচনে বিজেপির মুখ নেই বলে কটাক্ষ করে চলেছে তৃণমূল।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপিতে ১০০টা মুখ রয়েছে। ফলে বিজেপির কোনও সমস্যা নেই। সমস্যা তৃণমূলেরই। আগে ওই দলটাকে সবাই বলত দিদির পার্টি। এখন বলে পিসির পার্টি। সেঠাই সমস্যা তৃণমূলের। ফলে তৃণমূলের কোনও মুখ নেই, যে মুখ ছিল তা দুর্মুখ হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ আত্মবিশ্বাসের সঙ্গেই বলে দিলেন সে কথা।
দিলীপ ঘোষের কথায়, আগামী বছর সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল রবীন্দ্রনাথকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থে। এদিন তৃণমূলের বিরুদ্ধে বউ চুরির অভিযোগও করেন তিনি। বলেন, তৃণমূল এখন জেতার জন্য মরিয়া। তাই অন্যের ঘর ভাঙতেও কসুর করছে না।