বিজেপি-র প্রার্থিতালিকা
বিজেপি-র প্রার্থিতালিকা—
• শান্তিপুর থেকে লড়বেন জগন্নাথ সরকার।
• কৃষ্ণগঞ্জ থেকে লড়বেন আশীষ কুমার বিশ্বাস।
• রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী।
• কল্যাণী থেকে লড়বেন অম্বিকা।
• পানিহাটিতে সন্ময় বন্দ্যোপাধ্যায়।
• বরাহনগর থেকে লড়বেন অভিনেত্রী পার্নো মিত্র।
• বসিরহাট উত্তরে নারায়ণ মণ্ডল।
• চাকুলিয়ায় সচিন প্রসাদ।
• হেমতাবাদে চাঁদিমা রায়।
• মন্তেশ্বরে সৈকত পাঁজা।
• কালিয়াগঞ্জে সৌমেন রায়।
• তেহট্টে আশুতোষ পাল।
• নাকাশি পাড়া শান্তনু হেব।
• কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়।
সরাসরি: কৃষ্ণনগর উত্তরে বিজেপি-র প্রার্থী মুকুল রায়, বরাহনগরে পার্নো
• বিধাননগরে সব্যসাচী দত্ত।
• রাজারহাট-গোপালপুরে শমীক ভট্টাচার্য।
• আসানসোলে অগ্নিমিত্রা পাল।
• আসানসোল উত্তরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
• বীজপুরে প্রার্থী শুভ্রাংশু রায়।
• চৌরঙ্গিতে শিখা মিত্র।
• ডোমকলে রুবিয়া খাতুন।
• শিলিগুড়ি শঙ্কর ঘোষ।
• বীজপুরে শুভ্রাংশু রায়।
• সাগরদিখি মাফুজা খাতুন।
• ভবানীপুরে রুদ্রনীল ঘোষ।
• কামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়।
• ভাটপাড়ায় পবন সিংহ।
• কালনায় বিশ্বজিৎ কুণ্ডু।
• ইংরেজবাজারে শ্রীরূপা মিত্র চৌধুরী।
• জোড়াসাঁকোয় মীনাদেবী পুরোহিত।
• মানিকতলায় কল্যাণ চৌবে।
• দুর্গাপুর পূর্বে দীপাংশু চৌধুরী।
• ধূপগুড়িতে বিষ্ণুপদ রায়।
• ময়নাগুড়িতে কৌশিক রায়।
• জলপাইগুড়িতে সুজিত সিংহ।
• বিজেপি-তে যোগ দিলেন ‘রামায়ণ’ অভিনেতা অরুণ গোভিল।