বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হচ্ছেন? কি জানালেন মিঠুন?
রবিবারের ব্রিগেডে মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদান। জল্পনা শুরু হয়েছে, তবে কি মিঠুনই বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ?
এদিন ব্রিগেড সমাবেশে খুব বেশি রাজনীতির কথা বলেননি মিঠুন। তবে সমাবেশের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫ মিনিট বৈঠক হয় তাঁর। তারপরই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন বাংলার ছেলে।
এদিন মিঠুন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আজ অনেক কিছু নিয়ে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন তিনি বাংলাকে ভালবাসেন। আমাকে তিনি বলেছেন, আমি জানি আপনি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চান।’
বাংলার প্রচারের জন্য প্রধানমন্ত্রী একটি রূপরেখা তৈরি করে দিয়ে গিয়েছেন বলেও জানান মিঠুন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপির সরকার হবে সবার সরকার। বাংলার পুরনো গৌরব ফেরাতে আমরা সব কিছু করতে রাজি।’
প্রবীণ এই অভিনেতা বলেন, ‘আমি এখানে রাজনীতিবিদ হতে আসিনি। আমি এসেছি মানুষকে সাহায্য করতে। কিন্তু মানুষ একজন নেতাকে চায়। আমি একজন দুর্ধর্ষ নেতার সঙ্গে কাজ করছি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমি আপনার দুচোখের স্বপ্ন দেখতে পাচ্ছি।’
তবে নিজের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি মিঠুন। তিনি বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবো কি না তা অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বলতে পারবেন।’
এদিন ব্রিগেড সমাবেশে তাঁর তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত ভুল ছিল বলে জানান মিঠুন। তবে মিঠুন ব্রিগেডের ভরা মাঠে এদিন বলেন, ‘কারও দিকে আঙুল তুলতে চাই না। কাউকে দোষ দিচ্ছি না। আমার সিদ্ধান্তই ভুল।