কোভিশিল্ড প্রয়োগের জেরে রক্তের জমাটের ঘটনা খুব কম, দাবি কেন্দ্রীয় কমিটির।
কেন্দ্রের রিপোর্টে দাবি করা হয়েছে, ১০ লক্ষ ডোজের ক্ষেত্রে মাত্র ০.৬১টি কেস পাওয়া গিয়েছে যেখানে কোভিশিল্ড নেওয়ার জেরে কারোর রক্তে জমাট বাঁধার জটিলতা লক্ষ্য করা গিয়েছে। এদিকে, যদিও টিকার কারণেই যে রক্ত জমাট বাঁধছে, প্রাথমিক ভাবে এই কথা মানতে নারাজ ছিল অ্যাস্ট্রাজেনেকা। উল্লেখ্য, কোভিশিল্ড টিকা প্রয়োগের পরে ব্রিটেন, কানাডা সহ একাধিক দেশে থ্রম্বসিসের লক্ষণ দেখা গিয়েছে। এর জেরে বহু দেশেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রয়োগ স্থগিত রাখা হয়েছে। এই প্রেক্ষিতে এবার টিকাদানের পর পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত জাতীয় কমিটি জানাল, ভারতে অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া খুব কম। অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, টিকাকরণের পর প্রথম সপ্তাহে এই পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষণ করা গিয়েছে। সরকারি প্যানেল তথ্য বিশ্লেষণের পর দাবি করেছে দক্ষিণ এশীয়দের মধ্যে পশ্চিমা দেশের বাসিন্দাদের থেকে রক্তে জমাট বাঁধার প্রবণতা কম। এখনও পর্যন্ত টিকা নেওয়ার পর ৭০০টি কেসে পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষণ করা গিয়েছে। অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলে রক্ত জমাট বাঁধতে পারে, এই আশঙ্কায় বিশ্বজুড়ে টিকাকরণ ব্যাহত হয়েছে। লন্ডন থেকে সিওল সবখানেই স্বাভাবিক টিকাদান কর্মসূচি বাধা প্রাপ্ত। রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকতে পারে এই ভয়ে টিকা নিতে যাঁরা ইচ্ছুক ছিলেন তাঁরাও পিছিয়ে যাচ্ছেন। যদিও ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য, টিকার গুরুত্ব পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকির থেকে বেশি। কিন্তু ইতিমধ্যে বেশ কিছু দেশ অ্যাস্ট্রাজেনেকার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। রক্ত জমাট বাঁধার বিষয়টি প্রকাশ্যে আসার পর আয়ারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়া অ্যাস্ট্রাজ়েনেকার টিকা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে ভারতে এখনও কোভিশিল্ডের টিকাকরণ জারি রয়েছে।