পার্থসারথি দাস স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে রক্তদান শিবির
রক্তদান শিবির
সম্প্রতি কৃষ্ণলাল দাস প্রতিষ্ঠিত পার্থসারথি দাস স্মৃতি রক্ষা কমিটি রক্তদান শিবিরের আয়োজন করে।
শিবিরে রক্তদান করেছেন ১৭১জন পুরুষ ও মহিলা। শীতবস্ত্র উপহার দেওয়া হয় ১০০জনকে,বস্ত্র উপহার দেওয়া হয় ৫০জনকে। মহেশ ভট্টাচার্য হাসপাতালের ৫০জন রুগীকে ফল দেয়া হয়। এছাড়া বসে আঁকা প্রতিযোগিতা ছিল বিশেষ আকর্ষণ। চল্লিশ বছরের রক্তদান শিবিরের বিশেষ আর্কষণ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিরল সেবা সদনের সহযোগিতায়। এক বছর দুশো মানুষের বিনামূল্যে রক্তপরীক্ষা, এক্সরে করিয়ে দেয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী
অরূপ রায়, এইচ এম সির চেয়ারম্যান বিশ্ব মজুমদার, বিধায়ক নন্দিতা চৌধুরী, বিধায়ক কল্যাণ ঘোষ, প্রাক্তন পৌর প্রতিনিধি ব্রতেন দাস, ব্যাটরা থানার আই সি দেবব্রত মুখোপাধ্যায় প্রমুখ । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন পুর প্রতিনিধি, এক্ষণে সহকারী পুরপ্রশাসক ও বিশিষ্ট সমাজসেবী দেবাংশু দাস।