+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ব্যাংক অফ বরোদার উদ্যোগে প্রথম রাষ্ট্র ভাষা পুরস্কার

সত্যজিৎ চক্রবর্তী - June 8, 2023 11:28 am - কোথায় কি হচ্ছে!

ব্যাংক অফ বরোদার উদ্যোগে প্রথম রাষ্ট্র ভাষা পুরস্কার

সল্ট লেক, কলকাতা, রবিবার ২৮সে মে, আই টি সি রয়াল বেঙ্গল
হোটেলে ব্যাংক অফ বরোদার এক মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে, সাংবাদিক সম্মেলনে জানানো হলো প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্র ভাষা পুরস্কার প্রদান।

ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দি, এদের মধ্যে ১২ জন ভারতীয় বিখ্যাত লেখক-লেখিকার মধ্যে ৬ জনকে এই সম্মান দেওয়া হবে। আজ
তিনজন সাহিত্য জগতের লেখক-লেখিকাদের তারা সম্মান জানালেন।

যে তিনজন সম্মান পেলেন “মহানদী” উপন্যাসের জন্যে অনিতা অগ্নিহত্রি, এই উপন্যাসের হিন্দি অনুবাদক লিপিকা সাহা ও ঘর পালানো ছেলে উপন্যাসের জন্যে মনোরঞ্জন ব্যাপারী অন্যতম। তাদের হাতে পুষ্পস্তবক, শাল, অন্যান্য উপহার
তুলে দেন ব্যাংক অফ বরোদার একজিকিউটিভ ডিরেক্টর জয়দীপ দত্তরায়।

সম্মানিত লেখক-লেখিকার তাদের পুস্তকের অংশ বিশেষ মঞ্চে পাঠ করে উপস্থিত দর্শক, সাংবাদিক ও বিশেষ অথিতিদের শোনান।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube