+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি।

নিজস্ব সংবাদদাতা - March 2, 2022 8:25 pm - রাজ্য

বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি।

রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য বড় ঘোষণা। ফের বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বুধবার ঘোষণা করা হয়, পরীক্ষার সূচি পরিবর্তন করা হচ্ছে। পরীক্ষার নির্দিষ্ট দিন আগামী সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। JEE মেইন পরীক্ষার জন্য ২ এপ্রিল রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে না। মঙ্গলবার কেন্দ্রের তরফে JEE মেইন পরীক্ষা ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে। মুখ্যসচিব এইচকে দ্বিবেদী বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বৈঠক করেন নবান্নে। সেখানেই জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। সুনির্দিষ্ট তারিখ আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার্থীদের উদ্দেশে জানিয়ে দেওয়া হবে।  উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জয়েন্ট পরীক্ষাতে রাজ্য থেকে কয়েক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। কেন্দ্রের তরফে সেই সময় পরীক্ষার তারিখ ঘোষণা করায় জয়েন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না অনেকে। ফলে বিপাকে পড়বেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। তাঁদের কথা মাথায় রেখেই পরীক্ষার সূচিতে বদল আনছে সংসদ। গত পয়লা নভেম্বর পরীক্ষার সূচি ঘোষিত হয়। কিন্তু ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হলে জয়েন্ট পরীক্ষায় বসতে পারবেন না অনেকেই। দুটি পরীক্ষার কথা মাথায় রেখেই পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube