বহিরাগত’ বলে আগুন নিয়ে খেলবেন না, মমতাকে সতর্ক করলেন রাজ্যপাল ধনখড়
দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বহিরাগত শব্দ ব্যবহার করা মুখ্যমন্ত্রীর সাজে না। ভারতে একটাই সংবিধান। সেটাই মেনে চলেন সকলে। আগুন নিয়ে খেলছেন মুখ্যমন্ত্রী। পাল্টা তোপ ধনখড়ের। ভারতের নাগরিক দেশের যেকোনও প্রান্তে যেতে পারেন। তাঁরা কখনও বহিরাগত হতে পারেন না।
একুশের ভোেটর দায়িত্বে বাংলার বাইরের পাঁচ নেতাকে বহাল করেছেন অমিত শাহ। বিজেপির এই পঞ্চপাণ্ডবকে বহিরাগত বলে আক্রমণ করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। একাধিক সভায় তিনি প্রকাশ্যে বলেছেন, বাইরে থেকে লোক পাঠিয়ে রাজ্যে ভোট করাতে চাইছে বিজেপি। তারা বহিরাগত। বাংলার মানুষের মনের কথা তাঁরা বুঝতে পারেন না। যাঁরা বাংলা বলতে পারেন না তাঁরা বাংলায় ভোট করাতে এসছেন বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বহিরাগত শব্দ নিয়ে জোর রাজনীিত শুরু হয়েছে বাংলায়।