+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দফায় দফায় বোমাবাজিতে উত্তপ্ত মধ্য কলকাতা

নিজস্ব সংবাদদাতা - April 29, 2021 11:17 am - কলকাতা

দফায় দফায় বোমাবাজিতে উত্তপ্ত মধ্য কলকাতা

ভোটের দিন সকালে কলকাতার বুকে দফায় দফায় বোমাবাজিতে উত্তপ্ত মধ্য কলকাতা। সেন্ট্রাল অ্যাভিনিউ এবং রবীন্দ্র সরণিতে বোমাবাজির ঘটনা ঘটে৷ সকাল ৭টা ৫০ নাগাদ মহাজাতি সদনের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরে পর পর দুটি বোমা ছোড়া  হয়।  কিছুক্ষণ আগে এ বার রবীন্দ্র সরণিতে ফের বোমাবাজির ঘটনা ঘটেছে। এ বারে জোড়াসাঁকোয় বিজেপি প্রার্থী  মীনাদেবি পুরোহিতের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে।ভোটের সকালে আচমকাই প্রবল শব্দে কেঁপে ওঠে মহাজাতি সদনের সামনের ফুটপাথ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পর পর দুটি বোমা ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি, বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান জোড়াসাঁকো  কেন্দ্রের তৃণমূল  প্রার্থী বিবেক গুপ্তা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চলন্ত গাড়ি থেকে বোমা ছোঁড়া হয়েছে। তবে কেউ আহত হননি। তবে সাত সকালে কলকাতার বুকে এমন ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা বোমা ছুড়েছে, তা স্পষ্ট নয় এখনও। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল বাহিনী। অন্যদিকে, কিছুক্ষণ আগে রবীন্দ্র সরণি ফের বোমাবাজির ঘটনা ঘটেছে। এ বারে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। প্রার্থীর অভিযোগ, তাঁকে হত্যার চক্রান্ত চলছে। এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই বোমাবাজি করা হয়েছে। এ দিনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube