ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা, পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত ১,৭৩৩
পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি ফের ভয়াল । গত ১ সপ্তাহ ধরে প্রায় রোজই লাফিয়ে বাড়ছে নতুন সংক্রমণের সংখ্যা। বৃহস্পতিবার তা ১,০০০ ছাড়ায়। শুক্রবার তা বেড়ে হয় ১,৭৩৩। যার ফলে ফের সরকারের তরফে কিছু বিধিনিষেধ জারির সম্ভাবনা দেখা দিয়েছে।
শুক্রবার রাজ্যে মোট ১,৭৩৩ জন আক্রান্তের হদিশ মিলেছে। এর মধ্যে ৫১৩ জন কলকাতার, ৩৩১ জন উত্তর ২৪ পরগনার ও ১৫৯ জন হাওড়ার। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে কলকাতায়, ২ জনের হাওড়ায়। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মেডিক্যাল কলেজগুলিতে ফের করোনা ওয়ার্ড খোলার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
বৃহস্পতিবার রাজ্যে ১,২৭৪ জন আক্রান্তের খোঁজ মিলেছিল। এক দিনে প্রায় ৪৫০ জন আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। করোনাবিধি মেনে বাইরে বেরোতে পরামর্শ দিচ্ছেন তাঁরা। নইলে আগামীতে সংক্রমণ আরও ভয়ঙ্কর হবার আশঙ্কা।