আগামী কয়েকদিন বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।
দোলের পর গরম আরও বাড়বে। এমনই তথ্য দিয়েছে কলকাতা আইএমডি। এখনই দিনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রির উপরে ঘোরাফেরা করছে। তবে সকাল বা রাতের দিকে একটু ঠান্ডা থাকছে। তবে এই অবস্থাও আর বেশিদিন থাকবে না। রাতের তাপমাত্রাও বাড়বে।
আগামী কয়েকদিন বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বুধ এবং বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে ওই জেলাগুলি সহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, ২০.৫ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে।
শীত বিদায় নিয়েছে। এবার গরমের পালা। এখনও সেভাবে গরম না পরলেও দোলের পর গোটা রাজ্যেই রীতিমতো গরম পড়বে। গলদঘর্ম হতে হবে আম বাঙালিকে।