দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।
টিকার দুই ডোজ নেওয়ার পরেও অনেকের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আবার ওমিক্রনের আতঙ্ক। দেশের যে সব ল্যাবরেটরি জিনোম সিকোয়েন্সিং-এর কাজ করে তারা বুস্টার ডোজের পরামর্শ দিয়েছে। এই নিয়ে বড় ঘোষণা করল আইসিএমআর। দেশের সংসদীয় প্যানেলকে তারা জানিয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। ইন্ডিয়ান সেন্টার ফর মেডিক্যাল রিসার্চ, সংক্ষেপে আইসিএমআর-এর প্রধান বলরাম ভার্গব, সংসদীয় প্যানেলকে জানালেন, দুই ডোজ সম্পূর্ণ হওয়ার ৯ মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে। সম্প্রতি আইসিএমআর-এর একদল বিজ্ঞানী গবেষণা করে জানিয়েছিলেন, কোভিশিল্ড টিকাকে বুস্টার হিসেবে প্রয়োগ করলে ডেল্টার মিউটেশন থেকে অনেকটাই সুরক্ষা পাওয়া যাবে। এই সব কিছু নিয়ে আলোচনা করতেই আগামিকাল দুপুর ২টো ৩০-এ বৈঠকে বসবে ক্যাবিনেট সেক্রেটারিয়েট। চিকিৎসা পদ্ধতিতে কোনও পরিবর্তনের প্রয়োজন নেই, জানিয়েছেন ভার্গব। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বলেছেন, ‘আমাদের কাছে বিশেষজ্ঞদের দুটো দল আছে। টিকাকরণ এবং কোভিড সংক্রান্ত বিষয়ে তাঁদেরই পরামর্শ নিই।’ স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ‘৮৬ শতাংশ প্রথম ডোজ নেওয়া হয়ে গেছে যা রেকর্ড। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কাছে এখনও ৭ কোটি ডোজ পড়ে আছে।’