দেশে সকলেরই বুস্টার ডোজ হিসেবে কোর্বেভ্যাক্স টিকা নিতে পারবেন।
শনিবার টিকার নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই লিমিটেড একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে দেশে সকলেরই বুস্টার ডোজ হিসেবে কোর্বেভ্যাক্স টিকা নিতে পারবেন। কোভিশিল্ড হোক বা কোভ্যাক্সিন, দুই টিকা প্রাপকরাই বুস্টার ডোজ হিসেবে কোর্বেভ্যাক্স টিকা নিতে পারবেন। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পর কোর্বেভ্যাক্স টিকার ডোজ নেওয়া যাবে।
উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে ডিজিসিআই ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্য কোর্বেভ্যাক্স ব্যবহারের অনুমতি দিয়েছিল। আগে ১২-১৪ বছরের মধ্যে দেওয়ার অনুমতি ছিল। এবার তা প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্যেও অনুমতি দিল কেন্দ্র। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, দ্রুত ‘হর ঘর দস্তক ২’ কর্মসূচি শুরু হবে দেশে। ষাটোর্ধ্ব ব্যক্তি, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে।
দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার। বিশেষত, মহারাষ্ট্র এবং কেরলে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বাড়ছে সংক্রমণের হারও। বিধিনিষেধ তুলে নেওয়া হলেও যাতে করোনার নতুন ঢেউ দেশে আছড়ে না পড়ে, তার দিকেও নজর রাখছে সরকার।