+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বাংলাদেশের সম্প্রতিক অশান্তির ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নজরদারি বাড়িয়েছে।

নিজস্ব সংবাদদাতা - December 7, 2024 12:46 pm - বাংলাদেশ

বাংলাদেশের সম্প্রতিক অশান্তির ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নজরদারি বাড়িয়েছে।

বাংলাদেশের টানা অশান্তির জেরে সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিএসএফ। ভারত- বাংলাদেশ সীমান্তের খোলা অংশে কাঁটাতার দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে শনিবার সকালে স্বরূপনগরের সোনাই নদীর তীরে কাঁটাতার দিতে গেলে বিজিবি বাধা দেয় বলে অভিযোগ। তার জেরে দু’ দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সাময়িক উত্তেজনা ছড়ায়। দুপুরে দু’দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং-এর সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার বিথারিয়া হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর এলাকা উপর দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর বয়ে গিয়েছে সোনাই নদী।

 

ওই নদীর বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ পথে কোনও কাঁটাতার নেই। বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা শনিবার সকালে নদী বরাবর জিরো পয়েন্টে কাঁটাতার দেওয়ার জন্য কাজ শুরু করেছিলেন। আমুদিয়া থেকে আরসিকাটি পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছিল। সেই সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি তাতে বাধা দেয় বলে অভিযোগ। তারপর বিএসএফ ও বিজিবির আধিকারিকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। কাঁটাতার দেওয়ার সময় আন্তর্জাতিক সীমান্ত আইন মানা হয়নি বলে বিজিবি অভিযোগ তোলে।

 

তারা দু’দেশের সীমান্ত নির্দেশক স্তম্ভ থেকে ১৫০ মিটার ভিতরে গিয়ে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলে। বিএসএফের পক্ষ থেকে বলা হয়, তারা আন্তর্জাতিক আইন মেনেই কাঁটাতার দেওয়ার কাজ শুরু করেছে। দু’দেশের সীমান্তরক্ষী আধিকারিকদের মধ্যে বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডা চলে। তারপর কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ হয়ে যায়।  শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ওই মিটিংয়ে আন্তর্জাতিক সীমান্ত আইন নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা হবে। তারপর কাঁটাতারের বেড়ার কাজ শুরু হবে।

 

প্রসঙ্গত, বাংলাদেশের সম্প্রতিক অশান্তির ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নজরদারি বাড়িয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়া থাকলেও জলসীমান্তগুলো এখনও উন্মুক্ত রয়েছে। বসিরহাট মহকুমা স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ থানার শামসেরনগর পর্যন্ত স্থলসীমান্ত রয়েছে ৪৫ কিলোমিটার। জলসীমান্ত রয়েছে ৫০ কিলোমিটার। সীমান্তরক্ষী বাহিনী জল ও স্থল দুই সীমান্তেই নজরদারি বাড়িয়েছে। সীমান্তের খোলা অংশে কাঁটাতার দেওয়ারও ভাবনাচিন্তা চলছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে সোনাই নদীর তীরে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছিল। বিজিবির বাধায় আপাতত তা স্থগিত হয়ে গেল।

 


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube