হোম আইসোলেশনে রয়েছন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকরা জানাচ্ছেন, ভালো আছেন তিনি।
করোনা আক্রান্ত হওয়ার পর আগের তুলনায় শারীরিক অবস্থা ভালো রয়েছে তাই আর হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করতে চাইলেও তিনি বাড়িতেই থেকে চিকিৎসা করাতে চেয়েছেন। পরে যদিও চিকিৎসকরা জানিয়েছিলেন শারীরিক অবস্থার উন্নতি না হলে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে, কিন্তু এখন আর আপাতত তা প্রয়োজন নেই। বাড়িতেই অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। উল্টোদিকে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা আক্রান্ত হন তাঁর সঙ্গেই। শারীরিক অবস্থা ভালো ছিল না তাই হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চলছে চিকিৎসা। তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন মীরা ভট্টাচার্য। তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯৯ শতাংশ বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসক ধ্রুব ভট্টাচার্য এবং কৌশিক চক্রবর্তী জানাচ্ছেন, আগের তুলনায় শরীর ভালো থাকলেও আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর আগামী সপ্তাহে হাসপাতাল থেকে বাড়িতে ছুটি দেওয়ার কথা ভাবা হচ্ছে। এখন তাঁর জ্বর নেই। ওষুধ চলছে। আগামী সপ্তাহে ছুটি দিয়ে বাড়িতে পাঠানো হলেও হোম আইসোলেশনে থাকতে হবে আরও ৭ দিন।