বুধবার থেকেই খুলে যাচ্ছে বাচ্চাদের স্কুল
গতকাল নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫১২ জন। এই পরিস্থিতিতে রাজ্যে কোভিড বিধি আরও শিথিল করল নবান্ন। বুধবার থেকেই খুলে যাচ্ছে বাচ্চাদের স্কুলও।
দীর্ঘদিন ধরেই রাজ্যে স্কুল খোলার দাবি তুলেছিলেন অভিভাবক, শিক্ষক থেকে সমাজকর্মীরা। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল আগেই খুলেছে। বাচ্চাদের জন্য পাড়ায় পাড়ায় শিক্ষালয় চালু করা হয়েছিল। কিন্তু সেই নিয়েও উষ্মা প্রকাশ করছিলেন বহু অভিভাবক।
এবার সেই নিয়েই পদক্ষেপ করল রাজ্য সরকার। বাচ্চাদের স্কুলও খুলছে বুধবার ১৬ ফেব্রুয়ারি থেকে। সেই মতো সমস্ত প্রাথমিক স্কুলে নির্দেশিকা পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। তাতে বলা হয়েছে, কীভাবে এই কোভিড আবহে স্কুল পরিচালন করতে হবে। কোভিড বিধি মেনে খোলা হবে সেসব প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল। পরতে হবে মাস্ক। মানতে হবে দূরত্ববিধি।
খুলে যাবে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রও। সেই মতো সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে নির্দেশিকা পাঠিয়েছে মহিলা ও শিশু কল্যাণ এবং সামাজিক উন্নয়ন দপ্তর। নাইট কারফিউয়ের বিধিও লঘু করা হয়েছে। এতদিন রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকত নাইট কারফিউ। বুধবার থেকে রাত ১২টা থেকে জারি হবে নাইট কারফিউ। চলবে ভোর পাঁচটা পর্যন্ত। বাকি বিধিনিষেধ যা ছিল, তা–ই থাকবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে সেসব বিধি।