Home » Daily News » বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা
বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা
চিত্র সৌজন্যে: The Hindu
মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের দুই-তিন জেলায়। বৃষ্টিতে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কমেছে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল, বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল শুরু হবে। ফলে আবার বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস। আজ, অর্থাৎ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের দুই-তিন জেলায়। বৃষ্টিতে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কমেছে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল, বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতা ও হাওড়া জেলা তাপপ্রবাহ থেকে মুক্ত। আংশিক মেঘলা আকাশ থাকবে। রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা, ফিরবে তাপপ্রবাহ। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতরের। মূলত ওড়িশাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে সোমবার ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে এর ফলে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছেই। আজ, মঙ্গলবারও দশ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের । উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া- এই দশ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা ও হাওড়া আপাতত তাপপ্রবাহের থেকে মুক্ত। চরম তাপপ্রবাহ হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানের দু-এক জায়গায়। বুধবার থেকে ফের বাড়বে গরম; চড়বে পারদ। তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়াৃ এই ছয় জেলাতে। রীতিমতো ‘লু’ বইবার সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার চরমে উঠবে আবহাওয়া। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূম- এই ৯ জেলাতে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলাগুলিতে লু বইবার পরিস্থিতি চলছে।
আরও পড়ুন: