টাটা গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে ক্যানসার হাসপাতাল ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
ক্যানসার রোগীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। ক্যানসার ধরা পড়লেই রোগীদের ভালো চিকিৎসার জন্য ছুটে যেতে হয় মুম্বই। কিন্তু এবার থেকে রাজ্যেই মিলবে ক্যানসারের সুচিকিৎসা। এ প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন, ‘মুম্বইয়ে টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের মতো এ রাজ্যেও নতুন ২ টি ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। টাটা গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে ক্যানসার হাসপাতাল ২ টি তৈরি করা হবে। ১ টি ক্যানসার হাসপাতাল শহর কলকাতায় তৈরি হচ্ছে। এসএসকেএম হাসপাতালে তৈরি করা হবে নতুন ক্যানসার হাসপাতাল। আরেকটি ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তৈরি করা হবে নতুন ক্যানসার হাসপাতালটি। রাজ্যবাসীর সুবিধার কথা ভেবেই নতুন ক্যানসার হাসপাতাল গুলি তৈরি করা হচ্ছে। বাংলায় যাঁরা এই ক্যানসার রোগে আক্রান্ত হয় তাঁদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা করাতে মুম্বই যায়। সেক্ষেত্রে খরচও হয় বিপুল। আর রাজ্যে নতুন ২ টি ক্যানসার হাসপাতাল তৈরি হয়ে গেলে আর মুম্বই যেতে হবে না। খরচও অনেকটা কম হবে রোগীর পরিবারের কাছে। আর মুম্বইয়ে গেলে টাটা মেমোরিয়ালে চিকিৎসকদের ডেট পাওয়া নিয়েও নাকি সমস্যা দেখা দেয়। রাজ্যে নতুন ক্যানসার হাসপাতাল গুলি চালু হয়ে গেলে আর সেইসব সমস্যা থাকবে না। রাজ্যে ক্যানসার হাসপাতাল তৈরি করা হয়ে গেলে আর বাইরে যেতে হবে না বাংলার মানুষকে। এখানেই ক্যানসারের সব চিকিৎসা করা যাবে।’