সিবিআই দফতর এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা-মন্ত্রীদের। নিজাম প্যালেসে সিবিআই অফিসে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, তাঁকেও গ্রেফতার করতে হবে। এ কথা বলে সিবিআই দফতরে মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, তাঁকে গ্রেফতার না করলে তিনি বেরোবেন না। সকাল সাড়ে দশটায় মমতা পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে, সিবিআই দফতরে।
ফিরহাদদের গ্রেফতারির ঘটনায় ক্ষোভে ফুঁসছে তৃণমূল। BJP-র প্রতিহিংসাকে এর নেপথ্যে দায়ী করছে তাঁরা। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন , ‘এটা পুরোপুরি বিজেপির প্রতিহিংসা। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। বাংলায় হেরে গিয়ে এখন প্রতিহিংসা চরিতার্থ করতে নেমেছে বিজেপি। তাই সিবিআই-কে কাজে লাগানো হচ্ছে।’ অপরদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘ক্ষমতা থাকলে সিবিআই আগে মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের বাড়ি থেকে নিয়ে আসুন। শুভেন্দু-মুকুলরা এখন বিজেপির কোলে বসে রয়েছে, তাই তাঁরা বাদ!’ এরপরই নিজাম প্যালেসে যান মমতা বন্দ্যোপাধ্যায়।