সিবিআইয়ের নজরে জ্ঞানবন্ত সিং
কয়লা পাচার কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি। তলব করা হল জ্ঞানবন্ত সিংকে। তাঁকে আগামী ৪ মে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁর কাছে চিঠি পাঠানো হয়েছে। এমনটাই জানা যাচ্ছে। রাজ্যের এমন হাই প্রোফাইলের পুলিশ কর্তাকেই এবার কয়লা কেলেঙ্কারির খুঁটিনাটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। যদিও এখনও এই বিষয়ে পুলিশের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
কয়লা কেলেঙ্কারির তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক জনকে জেরা করা হয়েছে। বেশ কয়েকজনকে নিজেদের হেফাজতেও নিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, কয়লা পাচারকারীদের টাকা কোনওভাবে জ্ঞানবন্ত সিংয়ের কাছে পৌঁছেছিল কিনা, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে ওই পুলিশ আধিকারিককে। সিবিআইয়ের দাবি, কয়লা-তদন্তে একাধিক সাক্ষী বয়ানে দাবি করেছেন জ্ঞানবন্তের সঙ্গে পাচারকারীদের যোগ রয়েছে। এ নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই জানিয়েছে। খোদ রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটিকে তলব নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
ইতিমধ্যেই অন্যতম মূল পাণ্ডা ব্যবসায়ী অনুপ মাজি ওরফে লালাকে হাতে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। যদিও কয়লা পাচার কান্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও অধরা। তাঁর ভাই বিকাশ মিশ্রকে গ্রেপ্তারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব চালানো হচ্ছে। এছাড়া রাজ্যে কয়লা খনি অধ্যুষিত জেলাগুলির তৎকালীন পুলিশ আধিকারিকদের কাছে থেকেও তথ্য পেতে তাঁদেরও জেরা করা হয়েছে সিবিআইয়ের তরফে। শুধু তাই নয়, বাঁকুড়ার এসপি-সহ একাধিক পুলিশ আধিকারিককে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। তাঁদের দু,এক দফায় জিজ্ঞাসাবাদও হয়েছে। এরপর সরাসরি রাজ্যের ডিরেক্টর, সিকিওরিটি জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ভোটের জন্যেই কয়লা, গরু পাচার কান্ডের তদন্ত করছে সিবিআই। ইচ্ছাকৃতভাবে তৃণমূল নেতাদের নাম জড়ানো হচ্ছে। আর যেভাবে এদিন রাজ্যের এত বড় পুলিশ আধিকারিককে তলব করা হল তাতে তৃণমূল নেতৃত্বের দাবি, এই তলব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইচ্ছাকৃতভাবেই তাঁদের ডেকে সিবিআই হেনস্তা করছে বলে অভিযোগ শাসকদলের।