+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দক্ষিণ হাওড়ার ছয়টি বুথে সিসিটিভি ক্যামেরা ছাড়াই চলে ভোটগ্রহণ পর্ব। অভিযোগ রথীন চক্রবর্তীর।

নিজস্ব সংবাদদাতা - May 21, 2024 12:54 am - রাজ্য

দক্ষিণ হাওড়ার ছয়টি বুথে সিসিটিভি ক্যামেরা ছাড়াই চলে ভোটগ্রহণ পর্ব। অভিযোগ রথীন চক্রবর্তীর।

সোমবার হাওড়া সদর লোকসভা কেন্দ্রের মধ্যে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের মৌলানা জওহর স্কুল ও লিচু বাগান প্রাইমারি স্কুলের ছয়টি বুথে (১৫১, ১৫২, ১৫৩, ১৫৫, ১৫৬, ১৫৭) সিসিটিভি ক্যামেরা ছাড়াই চলে ভোটগ্রহণ পর্ব । এদিন সকাল থেকে একাধিকবার হাওড়া জেলা নির্বাচন আধিকারিকে ফোনে, হোয়াটসঅ্যাপে এমনকি ইমেল মারফত অভিযোগ জানানো হলেও কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি এমনটাই অভিযোগ হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর। এমনকি দেখা যায় দিনের শেষে ওই বুথগুলিতে প্রায় ৯০% ভোট পড়েছে। যা যা এই কেন্দ্রের গড় ভোট পার্সেন্টের চেয়ে অনেক বেশি।

সেই ক্ষেত্রে তিনি মনে করছেন ওই সমস্ত বুথগুলিতে অসংবিধানিক কার্যকলাপ হয়েছে। আগামীকাল এই নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। এর পাশাপাশি তিনি রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের জন্য গতকাল রাতেই এই সাংবাদিক সম্মেলন করেন ।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube