+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

CESC জুনের নতুন বিল কবে পাঠাবে!

নিজস্ব সংবাদদাতা - August 2, 2020 9:11 am - কলকাতা

CESC জুনের নতুন বিল কবে পাঠাবে!

জুনের বিল নিয়ে যে কোন পথে সমাধান হবে তা এখনো ঠিক করে উঠতে পারেনি CESC. সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন বিল পাঠানোর নিয়ম ঠিক হবে আগমী সপ্তাহের শুরুতেই। এরপর গ্রাহকরা পাবেন নতুন বিল।

কিন্তু জুনের মিটার রিডিং থেকে বাকি ২ মাসের মিটার রিডিং কী করে আলাদা করা হবে তা এখনো বার করতে পারেনি সংস্থা। CESC-র তরফে জানানো হয়েছে, গ্রাহকদের বুঝতে হবে বাস্তবে সেই কাজ সম্ভব নয়। ফলে গড় বিলই হবে।

গত মাসে কলকাতা ও লাগোয়া এলাকায় CESC-র বিদ্যুতের বিল দেখে অনেকেরই চোখ কপালে ওঠে। অভিযোগ মাত্রাছাড়া বিল পাঠিয়েছে CESC. কিন্তু সংস্থার দাবি, লকডাউনের জেরে এপ্রলি ও মে মাসে মিটার রিডিং না নিতে পারায় জুনের বিলের সঙ্গে তা জুড়ে দেওয়া হয়েছে।

বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও জানিয়েছেন, নতুন বিল কী করে তৈরি হবে সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিক CESC. সরকার সেদিকে নজর রাখছে। ওদিকে CESC সূত্রের খবর, নতুন বিল পাঠালে সংস্থার আর্থিক অবস্থায় কী প্রভাব পড়তে পারে সেটাও জানার চেষ্টা করছে সংস্থা। এপ্রিল ও মে-র বকেয়া বিল গ্রাহকদের কাছ থেকে কী ভাবে আদায় করা হবে তা নিয়েও চিন্তিত। তবে CESC-র বিরুদ্ধ যে অভিযোগ উঠেছে তাতে কোনও তদন্তের নির্দেশ দেয়নি রাজ্য সরকার।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube